শ্রীমঙ্গল প্রতিনিধি:
সাধারণ মানুষের দুর্বিষহ জীবনের সন্ধিক্ষণে বেসামাল দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি ও বাজার সিন্ডিকেট ভাঙতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হয়েছে "বিনা লাভের বাজার"।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজার জেলার উদ্যোগে জেলা প্রতিনিধি আব্দুস সালাম ও কাজী মঞ্জুরের তত্ত্বাবধানে সোমবার (৪ অক্টোবর) সকাল ১০টায় শ্রীমঙ্গল থানা জামে মসজিদের সামনে বিনা লাভের বাজার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবু তালেব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর রফি আহমদ চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস ও শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজার জেলা প্রতিনিধি আব্দুস সালাম তালুকদার শ্রীমঙ্গল প্রতিনিধি হায়দার আলী, সাইদ আহমদ সাদি, কামরুল ইসলাম, আহসানুর রহমান রনি, রানা আহমেদ, উম্মে রাফিসা মাইমুনা, মীম আক্তার, সাদিয়া আক্তার, কমলগঞ্জের প্রতিনিধি জালাল আহমদ, শাহিন মিয়া, নাজমিন বেগমসহ সাধারণ শিক্ষার্থীরা।
দুপুরে সরজমিনে "বিনা লাভের বাজারে" গিয়ে দেখা যায়, মধ্যবিত্তসহ সব ধরণের ক্রেতা আগ্রহভরে এই নতুন আঙ্গিকের বাজারে এসে তাদের প্রয়োজনীয় সবজি কিনছেন।
শহরের বাসিন্দা গৃহিণী সেলিনা বেগম বলেন, বাজারে সবজির দাম দিগুণ। তাই এখান থেকে কয়েক প্রকারের সবজি কিনে তৃপ্তি পেয়েছি। বিনা লাভের বাজারে আসা অন্যান্য ক্রেতাদের মধ্যেও একটা স্বস্তিভাব লক্ষ্য করা গেছে।
"বিনা লাভের বাজার" এর অন্যতম উদ্যোক্তা আব্দুস সালাম তালুকদার বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মৌলভীবাজার জেলার উদ্যোগে শুরু হওয়া বাজারটি শ্রীমঙ্গলেও শুরু হয়েছে। আবু হানিফা ও কাজী মঞ্জুর এখানকার তত্ত্বাবধানে আছেন।
বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্যে অসহনীয় হয়ে পড়া জনজীবনে কিছুটা সাশ্রয়ী মূল্যে ক্রেতাদের সবজি জোগান দিতেই মূলত এই বিনা লাভের বাজার শুরু করেছি। বাজারে সিন্ডিকেট না ভাঙ্গা পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান আয়োজক সংশ্লিষ্টরা। বাজারটি প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চালু থাকবে বলে আয়োজকরা জানান।
মুহুর্ত ২৪ | প্রজন্মের বার্তাবাহক
www.muhurto24.com
বিশ্বময় সবসময় সর্বশেষ খবর জানতে চোখ রাখুন।
সাহিত্য, উদ্ভাবন, প্রযুক্তি, সংবাদ সহ যেকোন বিষয়ে লেখা পাঠাতে পারেন এই ই-মেইলে [email protected]
Muhurto24 মুহুর্ত ২৪ (অনলাইন নিউজ সার্ভিস) © ২০২১ - ২০২৪