ডেস্ক: চাকুরি স্থায়ীকরণের এক দফা দাবিতে মৌলভীবাজারে নকল নবিসদের কর্মবিরতি চলছে। বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিস) এসোসিয়েশন, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মো. জামাল হোসেন ও সাধারণ সম্পাদক মো. ওয়াজেদ আখন্দের স্বাক্ষরিত একটি জরুরী নোটিশ জারি করা হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে যে, চাকুরি স্থায়ীকরণের লক্ষ্যে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্দেশনায় নকল নবিসরা আন্দোলন চালিয়ে যাবেন।
নোটিশে আরও জানানো হয়, ২৯ অক্টোবর থেকে মৌলভীবাজার জেলার সকল সাব-রেজিস্ট্রি অফিসে নকল নবিসদের দ্বারা দলিলের বালাম ও নকল কপিসহ অন্যান্য কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। "পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকল কার্যক্রম বন্ধ থাকবে" বলেও নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে একই দাবিতে গত ১৫ দিন ধরে জাতীয় প্রেসক্লাবে অবস্থান কর্মসূচি পালনসহ সারাদেশের বিভিন্ন উপজেলায়ও কর্মবিরতি পালন করছেন নকল নবিসরা। এতে দলিলের নকল নিতে আসা সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিস) এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির নির্দেশে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কর্মবিরতি পালন করছেন নকল নবিসরা।
এ বিষয়ে নকল নবিস মো: জাকির হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান আমাদের চাকুরী স্থায়ীকরণ না করা পর্যন্ত এক দফা দাবিতে মৌলভীবাজারের জেলা রেজিস্ট্রার কার্যালয় ও উপজেলার সকল সাব-রেজিস্ট্রি অফিস সহ সারাদেশে এই কলম বিরতি ও আন্দোলন অব্যাহত থাকবে।
মুহুর্ত ২৪ | প্রজন্মের বার্তাবাহক
www.muhurto24.com
বিশ্বময় সবসময় সর্বশেষ খবর জানতে চোখ রাখুন।
সাহিত্য, উদ্ভাবন, প্রযুক্তি, সংবাদ সহ যেকোন বিষয়ে লেখা পাঠাতে পারেন এই ই-মেইলে [email protected]
Muhurto24 মুহুর্ত ২৪ (অনলাইন নিউজ সার্ভিস) © ২০২১ - ২০২৪