মৌলভীবাজার জেলা প্রতিনিধি: ঢাকায় ছাত্রজনতার উপর জাতীয় পার্টির হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজার। আজ বিকেলে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজারের প্রতিনিধি সামায়েল রহমানের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আশরাফ উদ্দিন, শাহ মিসবাহ, জাকারিয়া ইমন, তানজিয়া শিশির, জাবেদ রহমান, রুহুল আমিনসহ বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীরা বলেন, স্বৈরাচারের দোসরদের জায়গা বাংলার জমিনে হবে না। আবু সাঈদ, মুগ্ধ ভাইদের জীবনের আত্মদান আমরা ভুলিনি। রাজপথেই আমরা ছাত্ররা সমাধান করব ইনশাআল্লাহ।
শিক্ষার্থীরা আরও বলেন, জাতীয় পার্টি স্বৈরাচার শেখ হাসিনা সরকারের অনুগত একটি রাজনৈতিক দল। তারা ফ্যাসিবাদের দোসর হিসেবে পাতানো নির্বাচনে অংশগ্রহণ করেছে। জাতীয় পার্টি সদ্য ক্ষমতাচ্যূত আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে। তাদের সকল অপচেষ্টা রুখে দিতে ছাত্র জনতা রাজপথে থেকে প্রতিহত করবে। পাশাপাশি ছাত্রদের উপর হামলাকারীদের অনতিবিলম্বে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং জাতীয় পার্টির দলীয় কার্যক্রম বন্ধ করতে হবে।
মুহুর্ত ২৪ | প্রজন্মের বার্তাবাহক
www.muhurto24.com
বিশ্বময় সবসময় সর্বশেষ খবর জানতে চোখ রাখুন।
সাহিত্য, উদ্ভাবন, প্রযুক্তি, সংবাদ সহ যেকোন বিষয়ে লেখা পাঠাতে পারেন এই ই-মেইলে [email protected]
Muhurto24 মুহুর্ত ২৪ (অনলাইন নিউজ সার্ভিস) © ২০২১ - ২০২৪