হবিগঞ্জ প্রতিনিধি: সমাজের বেকারত্ব দূরীকরণ ও আইটিতে দক্ষ মানবসম্পদ গড়ার লক্ষ্যে শায়েস্তাগঞ্জ নতুনব্রীজ সংলগ্ন সিরাজী ভবনে ‘সাকসেস আইটি এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট’ যাত্রা শুরু করেছে। গতকাল শুক্রবার সাকসেস মিলনায়তনে বিশিষ্ট লেখক, ইসলামিক স্কলার ও অনলাইন অ্যাক্টিভিস্ট মাওলানা রুহুল আমিন সাদী (সাইমুম সাদী) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইনস্টিটিউটের উদ্বোধন করেন।
‘সাকসেস আইটি এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট’ ও ‘হামজা ট্রাভেলস এন্ড ট্যুরিজম’ এর প্রতিষ্ঠাতা-পরিচালক হাফেজ মাওলানা মনিরুল ইসলাম হেলালের সভাপতিত্বে ও মুফতি মঈনুল ইসলাম মহসিনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বাহুবল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আনোয়ার হোসাইন সালেহী, মিরপুর হুসাইনিয়া মাদরাসার মুহতামিম মাহমুদুর রহমান সালিম, নুরে মদিনা মাদরাসার শায়খুল হাদিস মাওলানা উবায়দুর রহমান সিরাজী, চুনারুঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবর রহমান চৌধুরী রোমান, তরুণ আলোচক ও সংগঠক মাওলানা মঈনুদ্দিন খাঁন তানভীর প্রমূখ।
বক্তারা বলেন, বর্তমান সময়ে একাডেমিক শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি কারিগরি যোগ্যতা থাকা আমাদের সবার জন্য জরুরি। তন্মধ্যে তথ্যপ্রযুক্তির যুগে আইটি সেক্টরে সবচেয়ে বেশি দক্ষতা অর্জন করা প্রয়োজন। কারণ, আইটি সেক্টরে দক্ষতা থাকলে ঘরে বসে বিশ্বের যেকোনো দেশের কাজ করে উপার্জন করা সম্ভব। যা ইতোমধ্যে দেশের আলেমসমাজ থেকে নিয়ে জেনারেল পর্যায়ের মানুষ উপার্জন করছেন। এতে দেশের অর্থনৈতিক খাত সমৃদ্ধ হচ্ছে। সাকসেসের মধ্যে ছাত্র/ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি গ্রাফিক্স ডিজাইন এন্ড ফ্রিল্যান্সিং কোর্স করে যাতে অনলাইনের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারে সেই লক্ষ্য নিয়ে চালু করা হয়। এতে করে শিক্ষার্থীদের কর্মসংস্থানের পথ তৈরি হবে। পাশাপাশি আমরা যারা পড়াশোনা শেষ করে নিয়েছি, অথচ চাকুরী পাচ্ছি না। আমাদের উচিত হবে ‘সাকসেস আইটি এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট’ এ ভর্তি হয়ে কারিগরি যোগ্যতা অর্জন করা। সুতরাং, আমাদের সময় কাজে লাগাতে হবে। আমরা সাকসেসের উত্তরোত্তর সাফল্য কামনা করি।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাকসেস আইটি এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউটের সহকারী পরিচালক মাওলানা নাইমুল হক।
এছাড়াও শিক্ষাবিদ, লেখক, সাংবাদিক, সমাজসেবক, নবীন-প্রবীণ আলেম, ব্যবসায়ী ও রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন উপস্থিত ছিলেন।