নিজস্ব প্রতিনিধি: সরকারি সংশ্লিষ্ট মহল সিন্ডিকেট ব্যবসায়ীদের সামাল দিতে অসহায় এবং নিত্য পণ্যের বাজার যখন আগুনে পুড়ছে তখন সিন্ডিকেট কালোবাজারিদের রুখতে এবং বর্তমান প্রেক্ষাপটে সাধারণ মানুষের দুর্বিষহ জীবনের সন্ধিক্ষণে বেসামাল দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে যেমন নিম্নবিত্তদের উঠছে নাভিশ্বাস অপরদিকে কর্ম সংকটে বেকার জীবনে হাজার হাজার দিনমজুর। আর ঠিক সেই ক্রান্তিলগ্নে ওই সকল অসহায় মানুষদের কথা বিবেচনা করে বাজার সিন্ডিকেট ভাঙতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজারের উদ্যোগে চালু হয়েছে ‘বিনা লাভের বাজার’।
টানা ৩য় দিনের মতো বিনা লাভের বাজারের কার্যক্রম করেছে শিক্ষার্থীরা। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পৌরসভা গেইট সংলগ্নে চলে এ বাজারের কার্যক্রম। শিক্ষার্থীদের এমন উদ্যোগে ক্রেতারা স্বস্তি পাচ্ছেন।
আগামীকাল শুক্রবার বিনা লাভের বাজারের কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা যায়, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিনা লাভের বাজারের প্রতিদিন ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় কাঁচামাল ক্রয় করছেন। ফলে শিক্ষার্থীদের এমন উদ্যোগে প্রসংশায় ভাসছেন তারা।
বিনা লাভের বাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের অর্থনৈতিক যোগান দিচ্ছেন ইকরামুল মুসলিমীন মৌলভীবাজারের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা এহসানুল হক জাকারিয়া।