⏲ রাত ২:০৯ মঙ্গলবার
📆 ৯ পৌষ, ১৪৩১, ২১ জমাদিউস সানি, ১৪৪৬ , ২৪ ডিসেম্বর, ২০২৪

বরুণা মসজিদে এতেকাফরত মুসল্লিদের খোঁজখবর নিলেন এমপি জিল্লুর রহমান

মৌলভীবাজার জেলা প্রতিনিধি: দেশবরেণ্য মনিষী, কুতুবে দাওরান শায়খ মাওলানা লুৎফুর রহমান বর্ণভী (রহ.) প্রতিষ্ঠিত ও ফেদায়ে ইসলাম আল্লামা শায়খ খলীলুর রহমান হামিদী (রহ.) স্মৃতি বিজড়িত জামেয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম হামিদনগর বরুণা টাইটেল মাদরাসা সংলগ্ন ঐতিহ্যবাহী মসজিদে আবু বকরে (রা.) এবারের পবিত্র রমজানের শেষ দশকে এতেকাফে বসেছেন বরুণা মাদরাসার নায়েবে সদরে মুহতামিম মাওলানা শায়খ নূরে আলম হামিদীসহ বিভিন্ন এলাকা থেকে আগত দুই শতাধিক মুসল্লি।

এতেকাফে থাকা মুসল্লিদের খোঁজখবর ও দোয়া নিতে ছুটে আসেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান।

মঙ্গলবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯টায় বরুণা মসজিদে আবু বকরে এতেকাফে বসা মুসল্লিদের সাথে এমপি মোহাম্মদ জিল্লুর রহমান কুশল বিনিময় করে দোয়া কামনা করেন।

এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান খান, রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক, টেংরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: টিপু খান প্রমুখ।

সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান বরুণার প্রয়াত পীর আল্লামা খলীলুর রহমান হামিদী (রহ.) এর বড় ছেলে মাদরাসার নায়েবে সদরে মুহতামিম মাওলানা শায়খ নূরে আলম হামিদীর সাথে দ্বীনি ও মাদরাসার বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

মসজিদে হঠাৎ এমপির আগমনের খবরে লন্ডন থেকে মাদরাসার প্রিন্সিপাল বদরুল আলম হামিদীসত এতেকাফে বসা মুসল্লিয়ানে কেরাম এবং মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Muhurto 24 News
📆 আজ: মঙ্গলবার
🕐 সময় -রাত ২:০৯ - (শীতকাল)
◘ ৯ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
◘ ২১ জমাদিউস সানি, ১৪৪৬ - হিজরী