মুহূর্ত ডেস্ক : বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর ৪৭তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গড় পাসের হার ৭৬.৩২ শতাংশ
বৃহস্পতিবার (৪ এপ্রিল ২০২৪/ ২৪ শে রমজান ১৪৪৪ হিজরী) বেফাক মিলনায়তনে বেলা ৩টায় বেফাকের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান-এর উপস্থিতিতে মহাসচিব মাওলানা মাহফুজুল হক ফলাফল ঘোষণা করেন।
উপস্থিত আছেন প্রধান পরিচালক উবায়দুর রহমান খান নদভী, মাওলানা সাজিদুর রহমান, মুফতী মনসূরুল হক, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা মুসলেহ উদ্দীন রাজু, পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আব্দুল জলিল ফারুকী, মাওলানা মনিরুজ্জামান, মাওলানা জাফর আহমাদ, মাওলানা শওকত হুসাইনসহ বেফাকের কর্মকর্তা ও অতিথিবৃন্দ।
প্রকাশিত ফলাফল বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বিগত ১৩ই ফেব্রুয়ারি ২০২৪ ঈ, হতে ২০শে ফেব্রুয়ারি ২০২৪ ঈ. পর্যন্ত সারা দেশের ৫৪৭টি দরসিয়্যাত পুরুষ, ১১১৫টি দরসিয়্যাত মহিলা, ৩৫৮টি হিফয পুরুষ ও ৩৮টি হিফয মহিলা এবং ২৭টি ইলমুত তাজবীদ ওয়াল ক্বিরাআত কেন্দ্রে মোট ৬টি স্তরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থী ছিল ৩,০৭,৮০৬ জন। এতে দরসিয়্যাত পুরুষ অংশগ্রহণকারী পরীক্ষার্থী ৯৪,০৪৬ জন, মহিলা অংশগ্রহণকারী পরীক্ষার্থী ১,৭৮,৬৬২ জন, হিফযুল কুরআন পুরুষ অংশগ্রহণকারী পরীক্ষার্থী ৩২.১৮৩ জন, মহিলা অংশগ্রহণকারী পরীক্ষার্থী ১৩৭৯ জন ও ইলমুত তাজবীদ ওয়াল ক্বিরাআত অংশগ্রহণকারী পরীক্ষার্থী ১৫৩৬ জন।
পরীক্ষায় গড় পাসের হার ৭৬.৩২%। মুমতায (স্টার মার্ক) পেয়েছে ৪৭,১৫৯ জন। জায়্যিদ জিদ্দান পেয়েছে (প্রথম বিভাগ) ৪৮,২৩৮ জন এবং জায়্যিদ (২য় বিভাগ) পেয়েছে ৫১,৫২৬ জন। এছাড়া, মাকবুল (৩য় বিভাগ) পেয়েছে ৮৭,৯৯৩ জন। মোট উত্তীর্ণ পরীক্ষার্থী ২.৩৪.৯১৬ জন।
পরীক্ষার ফলাফলের যাবতীয় তথ্য বেফাকের নিজস্ব ওয়েবসাইট www.wifaqedu.com এ পাওয়া যাবে।
মুহুর্ত ২৪ | প্রজন্মের বার্তাবাহক
www.muhurto24.com
বিশ্বময় সবসময় সর্বশেষ খবর জানতে চোখ রাখুন।
সাহিত্য, উদ্ভাবন, প্রযুক্তি, সংবাদ সহ যেকোন বিষয়ে লেখা পাঠাতে পারেন এই ই-মেইলে [email protected]
Muhurto24 মুহুর্ত ২৪ (অনলাইন নিউজ সার্ভিস) © ২০২১ - ২০২৪