মুস্তাকিম আল মুনতাজ, বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হবিগঞ্জ বিরতিহীন বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গাড়ি চালক সহ বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (১৯ মার্চ) দুপুর ১২টায় শ্রীমঙ্গল উপজেলাধীন মৌলভীবাজার সিলেট মহাসড়কের বরুণা রাস্তার সম্মুখে
এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, 'বাসটি বেপরোয়া গতিতে চলছিল। এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এই দুর্ঘটনা ঘটেছে।'
এই দুর্ঘটনায় গাড়ি চালক সহ কয়েকজন যাত্রী আহত হলেও নিহতের ঘটনা ঘটেনি।
মুহুর্ত ২৪ | প্রজন্মের বার্তাবাহক
www.muhurto24.com
বিশ্বময় সবসময় সর্বশেষ খবর জানতে চোখ রাখুন।
সাহিত্য, উদ্ভাবন, প্রযুক্তি, সংবাদ সহ যেকোন বিষয়ে লেখা পাঠাতে পারেন এই ই-মেইলে [email protected]
Muhurto24 মুহুর্ত ২৪ (অনলাইন নিউজ সার্ভিস) © ২০২১ - ২০২৪