মৌলভীবাজার জেলা প্রতিনিধি : ইসলাম ও মানবতার কল্যাণে নিবেদিত অরাজনৈতিক সেবামূলক সংগঠন মুসলিম কমিউনিটি মৌলভীবাজার এর আয়োজনে শুক্রবার (১৮ রমজান) ২৯ মার্চ মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্র মিলনায়তনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
ওইদিন বিকেল ৩ টা থেকে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভার কার্যক্রম শুরু হবে। সভায় সভাপতিত্ব করবেন মুসলিম কমিউনিটি মৌলভীবাজার এর আহবায়ক, বরুণা মাদরাসার নায়েবে সদরে মুহতামিম মাওলানা শায়খ নুরে আলম হামিদী।
ইফতার মাহফিলে মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করবেন জামেয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম হামিদনগর বরুণা মাদরাসার সদরে মুহতামিম মাওলানা শায়খ সাইদুর রহমান বর্ণভী।
সংগঠনের যুগ্ন আহবায়ক মাওলানা লুৎফুর রহমান জাকারিয়া জানান-ইফতার মাহফিলের সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন। ইতোমধ্যে মৌলভীবাজার-৩ আসনের এমপি মোহাম্মদ জিল্লুর রহমান, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মনজুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন, বরুণা মাদরাসার সদরুল মুদাররিসিন মাওলানা রশিদ আহমদ হামিদীসহ জেলার শীর্ষ আলেম, গণমাধ্যমকর্মীসহ বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণপত্র পৌছে দেয়া হয়েছে। যাদেরকে অতিথি হিসেবে আমন্ত্রণ করা হয়েছে আশবাদী সবাই উপস্থিত হবেন। এছাড়া অনুষ্ঠানে দুই শতাধিক ডেলিগটেরও উপস্থিতিও নিশ্চিত করা হয়েছে।
এদিকে অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য লন্ডন থেকে বুধবার (২৭ মার্চ) দেশে এসেছেন সংগঠনের আহবায়ক, ফিদায়ে ইসলাম আল্লামা খলীলুর রহমান বর্ণভী এর বড় ছেলে মাওলানা শেখ নুরে আলম হামিদী।
অনুষ্ঠানের সর্বশেষ প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে লন্ডন থেকে গতকাল দেশে আসা সংগঠনের আহবায়ক মাওলানা শেখ নুরে আলম হামিদী বলেন, আলহামদুলিল্লাহ, আমাদের আয়োজনের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন। ইফতার মাহফিলে তিন শতাধিক ডেলিগেটসহ বিভিন্ন জনপ্রতিনিধি, সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত হবেন বলে তিনি জানান। আয়োজন সুষ্ঠু ও সফলের জন্য তিনি সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
প্রসঙ্গত, ইসলাম ও মানবতার সেবায় ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি অর্জনের লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে ২০২৪ সালের ১০ ফেব্রুয়ারি ১৫ সদস্যবিশিষ্ট মুসলিম কমিউনিটি মৌলভীবাজার এর আহবায়ক কমিটি গঠন করা হয়।
শেয়ার করুন
- Click to share on Facebook (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to email a link to a friend (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on X (Opens in new window)