হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে খেলাফত মজলিসের অঙ্গসংগঠন ইসলামী যুব মজলিসের সাংগঠনিক কাজকে বেগবান করার লক্ষ্যে ২০২৪ সেশনের জন্য কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়৷ সোমবার (২৫ মার্চ) শহরের স্থানীয় এক অভিজাত রেস্টুরেন্টে সর্বসম্মতিক্রমে হবিগঞ্জ জেলা শাখার কার্যনির্বাহী কমিটি গঠন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
হবিগঞ্জ জেলা শাখার আহবায়ক হাফেজ আবু তাহেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট তাওহিদুল ইসলাম তুহিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস হবিগঞ্জ জেলা সেক্রেটারি অ্যাডভোকেট সারওয়ার রহমান চৌধুরী, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মুহাম্মদ শাহাব উদ্দীন, খেলাফত মজলিস হবিগঞ্জ পৌর শাখার সভাপতি মুহাম্মদ হারুনুর রশীদ প্রমুখ।
এ সময় প্রধান অতিথি ২০২৪ সেশনের জন্য হবিগঞ্জ জেলা শাখার কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন। কমিটি নিম্নরূপ- সভাপতি হাফেজ আবু তাহের, সহ-সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শিব্বির আহমদ, সহ-সাধারণ সম্পাদক নুরুল ইসলাম কোহিনুর, সহ-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক ফরহাদ সাইফুল্লাহ, অর্থ সম্পাদক মুশতাক আহমদ, অফিস ও প্রচার সম্পাদক জাহিদুল আলম, সমাজ কল্যাণ সম্পাদক রিয়াদ আল আসাদ।
উক্ত ইফতার মাহফিলে খেলাফত মজলিসের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শেয়ার করুন
- Click to share on Facebook (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to email a link to a friend (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on X (Opens in new window)