⏲ রাত ১:৫১ মঙ্গলবার
📆 ৯ পৌষ, ১৪৩১, ২১ জমাদিউস সানি, ১৪৪৬ , ২৪ ডিসেম্বর, ২০২৪

ছিন্নমূলদের সাথে ইফতার করলেন মৌলভীবাজার-৩ আসনের এমপি

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার শহরের বিভিন্ন পয়েন্টে ছিন্নমূল মানুষের মধ্যে ইফতার বিতরণ করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান। বিতরণ শেষে সবাইকে নিয়ে তিনি সড়কেই ইফতার করেন ।
 
শনিবার (২৩ মার্চ) বিকেলে মৌলভীবাজার শহরের সেন্ট্রাল রোড ও কুসুমবাগ এলাকায় ইফতারি বিতরণ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার মডেল থানার ওসি কেএম নজরুল, আওয়ামিলীগ নেতা এমদাদুর রহমান রেনু, স্বেচ্ছাসেবকলীগ নেতা মোহাম্মদ জাকারিয়া প্রমুখ।

এ সম্পর্কে জানতে চাইলে মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এবার আমরা সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করছি। এরই ধারাবাহিকতায় আজ মৌলভীবাজার শহরের বিভিন্ন পয়েন্টে আমরা ইফতার বিতরণ করলাম।’

ইফতার বিতরণ শেষে তাঁর ফেসবুক পেজে লিখেন, ‘আজকের শিশু আগামী ভবিষ্যৎ। আমাদের সবার উচিত সমাজের সর্বস্তরের শিশুদের পাশে দাঁড়ানো। বিশেষ করে সুবিধা বঞ্চিত পথ শিশুদের পাশে।’

Muhurto 24 News
📆 আজ: মঙ্গলবার
🕐 সময় -রাত ১:৫১ - (শীতকাল)
◘ ৯ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
◘ ২১ জমাদিউস সানি, ১৪৪৬ - হিজরী