⏲ সকাল ৮:৩০ মঙ্গলবার
📆 ৯ পৌষ, ১৪৩১, ২১ জমাদিউস সানি, ১৪৪৬ , ২৪ ডিসেম্বর, ২০২৪

মৌলভীবাজার সরকারি কলেজ শিক্ষার্থীদের উদ্যোগে গণ ইফতার মাহফিল

মুস্তাকিম আল মুনতাজ, বিশেষ প্রতিনিধি: মাহে রমজানে বিশ্ববিদ্যালয়ে ইফতার মাহফিল নিষেধাজ্ঞার প্রতিবাদে গণ-ইফতার কর্মসূচি পালন করেছে মৌলভীবাজার সরকারি কলেজের ধর্মপ্রাণ সাধারণ শিক্ষার্থীরা। শনিবার (২৩ মার্চ) মৌলভীবাজার সরকারি কলেজের শেখ হাসিনা একাডেমি কাম এক্সামিনেশন হল সংলগ্ন মাঠে প্রতিবাদ স্বরূপ এ গণ-ইফতার মাহফিল কর্মসূচি পালন করা হয়।

ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী আশরাফ উদ্দিন শফির পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন জামিয়া দ্বীনিয়া মৌলভীবাজারের প্রিন্সিপাল হাফিজ মাওলানা সৈয়দ মাজদুদ আহমদ রাফিদ।

বিশেষ অতিথি ছিলেন ইংরেজি বিভাগের শিক্ষক আব্দুস সামাদ, জনপ্রিয় উর্দু নাশিদ শিল্পী শেখ এনাম।

এ সময় উপস্থিত ছিলেন- আবাবিল সাংস্কৃতিক ফোরাম মৌলভীবাজারের পরিচালক ও সাবেক শিক্ষার্থী মুহাম্মদ শাহ মিসবাহ, মৌলভীবাজার ইন্টারন্যাশনাল মাদরাসার প্রিন্সিপাল হাসান আহমদ খান, তালুকদার ওয়েল ফেয়ার ট্রাস্টের সাংগঠনিক সম্পাদক মুস্তাকিম আল মুনতাজ, আইটি কম্পিউটার গ্যালারি শ্রীমঙ্গলের সত্ত্বাধিকারী ও সাবেক শিক্ষার্থী মোঃ আরিফ হোসেন, দাওয়াহ কর্ণার মৌলভীবাজারের পরিচালক হাসান মাহমুদ, ইকরা বাংলাদেশ রাজনগরের প্রিন্সিপাল হারুনুর রশীদ, মনিরুল ইসলাম, শেখ মুহিবুর রহমান, মুহিউদ্দিন, আহবাব আল হামিদী, শাহ উসমান আলী জাকি, বুরহান বিন হামিদ, রেজাউল করিম, তালহা আহমদ প্রমূখ।

ইফতার মাহফিল পূর্ববর্তী আলোচনায় বক্তারা তাদের বক্তব্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সম্মিলিত ইফতারে নিষেধাজ্ঞার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে এমন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্তে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। তাছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের নির্লিপ্ততা ও ব্যর্থতারও তীব্র নিন্দা জানান।

মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক শিক্ষার্থী মুহাম্মদ শাহ মিসবাহ বলেন, মুসলমানদের শত বছরের সংস্কৃতি ইফতার মাহফিল। এটাকে আমাদের অধিকার হিসেবে দাবি করার প্রয়োজন হয়নি কখনো। কুচক্রীর ছিনিয়ে নেওয়ার অপপ্রয়াস আমাদের হাজার বছরের সংস্কৃতিকে আন্দোলনের মুখপাত্র হিসাবে দাড় করিয়ে দিয়েছে। ষড়যন্ত্রকারীদের ঘৃন্য চক্রান্ত আমাদের সচেতনতা আরো বাড়িয়ে দিচ্ছে। কন্ঠ রুদ্ধ করা হাতের বিরুদ্ধে আমাদের বজ্র কন্ঠ , অপশাসনের বিরুদ্ধে আমাদের শির সর্বদাই উচু থাকবে। ঘনীভূত হওয়া রাত আলোকিত সুন্দর দিনের আগমনী বার্তা।

আয়োজকদের মধ্যে অন্যতম একজন ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী আশরাফ উদ্দিন শফি বলেন, ঢাবি ছাত্রদের এ গণ-ইফতার চক্রান্তকারীদের মুখে চপেটাঘাত। এ জনপদে হাজারো বছর ধরে বিরাজমান ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত কখনো সফল হবে না, এদেশের সচেতন ছাত্রসমাজ তা হতে দিবে না।

উক্ত ইফতার মাহফিলে মৌলভীবাজার সরকারি কলেজের বিভিন্ন বিভাগের প্রায় দুই শতাধিক সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। এবং ইফতারে পূর্বে দেশ ও মুসলিম উম্মাহর জন্য বিশেষ দোয়া করা হয়।

Muhurto 24 News
📆 আজ: মঙ্গলবার
🕐 সময় -সকাল ৮:৩০ - (শীতকাল)
◘ ৯ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
◘ ২১ জমাদিউস সানি, ১৪৪৬ - হিজরী