⏲ সকাল ৯:০৩ মঙ্গলবার
📆 ৯ পৌষ, ১৪৩১, ২১ জমাদিউস সানি, ১৪৪৬ , ২৪ ডিসেম্বর, ২০২৪

শ্রীমঙ্গলে তালুকদার ওয়েল ফেয়ার ট্রাস্টের উদ্যোগে সিলিং ফ্যান প্রদান

মুস্তাকিম আল মুনতাজ, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নের উত্তর মনারগাঁও গ্রামের আল আজিজ জামে মসজিদের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণের লক্ষে সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন তালুকদার ওয়েল ফেয়ার ট্রাস্টের উদ্যোগে কয়েকটি সিলিং ফ্যান প্রদান করা হয়েছে।

শুক্রবার (২২ মার্চ) বাদ জুম’আ ট্রাস্টের সাংগঠনিক সম্পাদক মাওলানা মুস্তাকিম আল মুনতাজ তালুকদার এর সঞ্চালনায় ও মসজিদের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুহিতের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ট্রাস্টের উপদেষ্টা আনোয়ার হোসাইন (আঃ আলিম)।

বিশেষ অতিথি ছিলেন তালুকদার ওয়েল ফেয়ার ট্রাস্ট’র সাধারণ সম্পাদক, কাতার প্রবাসী তাজুল ইসলাম তালুকদার।

বক্তারা বলেন, তালুকদার ওয়েলফেয়ার ট্রাস্ট প্রতিষ্ঠালগ্ন থেকে গরীব অসহায় মানুষ, হতদরিদ্র শিক্ষার্থী ও মাদরাসা-মসজিদের কল্যাণে সাধ্যানুযায়ী নানাবিধ কাজ করে যাচ্ছে। ট্রাস্টের এমন কার্যকলাপ সত্যিকার্থে প্রশংসনীয়।

সভাপতির বক্তব্যে মসজিদের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুহিত বলেন, আমাদের মসজিদের জন্য কয়েকটি সিলিং ফ্যানের খুবই প্রয়োজন ছিলো। ট্রাস্ট কর্তৃক এই প্রয়োজন মিটানোতে আমরা আনন্দিত। আমরা ট্রাস্টের প্রতি কৃতজ্ঞ। ভবিষ্যতেও পাশে থাকবেন আশাবাদী।

এ সময় উপস্থিত ছিলেন-  ট্রাস্টের সদস্য, ফ্রান্স প্রবাসী মোঃ মনসুর আহমদ, মসজিদের দায়িত্বশীল বিলাল মিয়া, বদরুল মিয়া, নুরে আলম, সুলেমান মিয়া প্রমূখ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, ২০২০ সালে আত্মপ্রকাশ করে সংগঠনটি। এরপর থেকে গরিব, অসহায়, দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, শিক্ষা উপকরণ, মসজিদ-মাদরাসায় নগদ অর্থ সহ নানাবিধ কাজ করে আসছে।

Muhurto 24 News
📆 আজ: মঙ্গলবার
🕐 সময় -সকাল ৯:০৩ - (শীতকাল)
◘ ৯ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
◘ ২১ জমাদিউস সানি, ১৪৪৬ - হিজরী