মুস্তাকিম আল মুনতাজ, বিশেষ প্রতিনিধি: মাহে রমজান উপলক্ষে বৃহত্তর মৌলভীবাজারের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া লুৎফিয়া আনওয়ারুল উলূম হামিদনগর বরুণা মাদরাসার সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত মৌলভীবাজার শহরস্থ গীর্জাপাড়ায় অবস্থিত আলখলীল হিফজুল কুরআন মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মার্চ) মাদরাসার হল রুমে পরিচালক হাফেজ মাওলানা আব্দুল বাছিত আরিফের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বরুণা মাদরাসার স্বনামধন্য সদররুল মুদাররিসিন ও আলখলীল কুরআন শিক্ষা বোর্ড বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা রশিদ আহমদ হামিদী।
বিশেষ অতিথি বরুণা মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা সাইফুর রহমান মক্কী, মাওলানা হিলাল আহমদ সিলেটী, মাওলানা মুসলেহ উদ্দিন চৌধুরী, মাওলানা আনহার উদ্দিন, মাওলানা আবুল হুসাইন মাওলানা, মাহফুজুর রহমান হুজায়ফা প্রমূখ।
উক্ত ইফতার মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন পত্রিকার গণমাধ্যমকর্মী, অভিভাবক, শিক্ষার্থী সহ বিপুল সংখ্যক রোজাদার উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বে দেশ ও মুসলিম উম্মাহর জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে অতিথিবৃন্দ সহ সকলে ইফতারে অংশ নেন।
মুহুর্ত ২৪ | প্রজন্মের বার্তাবাহক
www.muhurto24.com
বিশ্বময় সবসময় সর্বশেষ খবর জানতে চোখ রাখুন।
সাহিত্য, উদ্ভাবন, প্রযুক্তি, সংবাদ সহ যেকোন বিষয়ে লেখা পাঠাতে পারেন এই ই-মেইলে [email protected]
Muhurto24 মুহুর্ত ২৪ (অনলাইন নিউজ সার্ভিস) © ২০২১ - ২০২৪