মোঃ আরিফ হোসেন, শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বরুণায় অবস্থিত আলখলীল কুরআন শিক্ষা বোর্ড বাংলাদেশের উদ্যোগে কেন্দ্রীয় পরিদর্শক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মার্চ) সকাল ১০টায় বরুণা মাদরাসার ফেদায়ে ইসলাম রহ. ভবনের শিক্ষক মিলনায়তনে বোর্ডের কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক হাফিজ মাওলানা মিসবাহ উদ্দিন জুবায়ের এর সঞ্চালনায় ও বরুণা মাদরাসার স্বনামধন্য সদররুল মুদাররিসিন ও বোর্ডের সহ-সভাপতি মাওলানা রশিদ আহমদ হামিদীর সভাপতিত্বে সমাবেশের কার্যক্রম শুরু হয়।
এ সময় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত পরিদর্শকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহত ও দিকনির্দেশনা মূলক বক্তব্য পেশ করেন- বোর্ডের সহ-সভাপতি হাফিজ মাওলানা ফখরুজ্জামান, মুফতি জহিরুদ্দীন কাসেমী, মাওলানা সাইফুর রহমান মক্কী, মাওলানা হিলাল আহমদ সিলেটী, মাওলানা শফিউল আলম, সহসাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান শরীফপুরী।
উক্ত সমাবেশে উপস্থিত ছিলেব কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল বাছিত আরিফ, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আনহার উদ্দিন, কেন্দ্রীয় সহকারী মিডিয়া সম্পাদক মাওলানা মাহফুজুর রহমান হুজায়ফা প্রমূখ।
মুআমু/
মুহুর্ত ২৪ | প্রজন্মের বার্তাবাহক
www.muhurto24.com
বিশ্বময় সবসময় সর্বশেষ খবর জানতে চোখ রাখুন।
সাহিত্য, উদ্ভাবন, প্রযুক্তি, সংবাদ সহ যেকোন বিষয়ে লেখা পাঠাতে পারেন এই ই-মেইলে [email protected]
Muhurto24 মুহুর্ত ২৪ (অনলাইন নিউজ সার্ভিস) © ২০২১ - ২০২৪