⏲ সকাল ৯:১৯ মঙ্গলবার
📆 ৯ পৌষ, ১৪৩১, ২১ জমাদিউস সানি, ১৪৪৬ , ২৪ ডিসেম্বর, ২০২৪

শ্রীমঙ্গল রিপোর্টার্স ক্লাবের কমিটি গঠন; সভাপতি ইসমাইল, সম্পাদক সুমন

মোঃ আরিফ হোসেন, শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রগতিশীল সাংবাদিকদের নিয়ে শ্রীমঙ্গল রিপোর্টার্স ক্লাবের এক বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৯ মার্চ) রাত ৯টায় শহরের অভিজাত গ্রীনলিফ গেস্ট হাউজে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়েছে।

সভায় প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক ইসমাইল মাহমুদকে সভাপতি, বাংলাদেশ বুলেটিন পত্রিকার প্রতিনিধি আতাউর রহমান কাজলকে সিনিয়র সহ-সভাপতি ও এশিয়ান টিভির এস কে দাশ সুমনকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি বিকাশ দাশ বাপ্পন (নাগরদোলা), সহ-সাধারণ সম্পাদক হৃদয় দাশ শুভ (খবরের কাগজ), সাংগঠনিক সম্পাদক রুপক দত্ত চৌধুরী (তৃতীয় মাত্রা), কোষাধ্যক্ষ রুপম আচার্য (অবজারভার) দপ্তর সম্পাদক শেখ ওমর ফারুক নোমান (হবিগঞ্জের বাণী), প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজেশ ভৌমিক (সকালের সময়), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তুষার দেব (ভোরের বাংলাদেশ নিউজ), কার্যকরী সদস্য নাজমুল হাসান নোহেল (দৈনিক দেশকাল), বিকাশ বিশ্বাস (ভোরের বাংলা নিউজ), কে এস এম আরিফুল ইসলাম (দৈনিক গণকন্ঠ)।

এছাড়াও সাধারণ সদস্য হিসেবে রয়েছেন- সাজু মার্চিয়াং (সিলেট টুডে), কাজল হাজরা (ফটো সাংবাদিক), দীপ্ত রায় (বিডি ইউনিয়ন নিউজ), প্রীতম কুর্মী সুজিত (আলোর নিশান), পারভেজ মিয়া (ডিপিসি বাংলা নিউজ)।

মুআমু/

Muhurto 24 News
📆 আজ: মঙ্গলবার
🕐 সময় -সকাল ৯:১৯ - (শীতকাল)
◘ ৯ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
◘ ২১ জমাদিউস সানি, ১৪৪৬ - হিজরী