শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায়ের সার্বিক দিক নির্দেশনা মোতাবেক শ্রীমঙ্গলে ছিনতাইয়ের ঘটনায় ০৪ জন ছিনতাইকারীকে গ্রেফতার পূর্বক আসামীদের নিকট হতে ছিনতাই কাজে ব্যবহৃত ০১টি মোটরসাইকেল ও ছিনতাইকৃত নগদ অর্থ ২৪,৭১০/-(চব্বিশ হাজার সাতশত দশ) টাকাসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
এ কাজে বিশেষ অবদান রাখায় বুধবার (১৩ মার্চ) অনুষ্ঠিত মাসিক অপরাধ সভায় পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ আমিনুল ইসলামের হাতে বিশেষ ক্রেস্ট এবং সম্মাননাপত্র প্রদান করা হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মোঃ মনজুর রহমান, বিপিএম, পিপিএম(বার) সহ থানার অন্যান্য কর্মকর্তা।
মুহুর্ত ২৪ | প্রজন্মের বার্তাবাহক
www.muhurto24.com
বিশ্বময় সবসময় সর্বশেষ খবর জানতে চোখ রাখুন।
সাহিত্য, উদ্ভাবন, প্রযুক্তি, সংবাদ সহ যেকোন বিষয়ে লেখা পাঠাতে পারেন এই ই-মেইলে [email protected]
Muhurto24 মুহুর্ত ২৪ (অনলাইন নিউজ সার্ভিস) © ২০২১ - ২০২৪