⏲ রাত ১২:৪৯ সোমবার
📆 ৮ পৌষ, ১৪৩১, ২০ জমাদিউস সানি, ১৪৪৬ , ২৩ ডিসেম্বর, ২০২৪

প্রেস বিজ্ঞপ্তি: প্রতিবারের ন্যায় এবারও ইকরা বাংলাদেশ শ্রীমঙ্গল এর স্পন্সরে জামেয়া ইসলামিয়া শ্রীমঙ্গল এর  আয়োজনে রামাদ্বান ব্যাপী টেলিভিশন ভিত্তিক তেলাওয়াতে কুরআন প্রতিযোগিতা ‘ওহির পরশ’ ২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠান ইকরা স্টুডিওতে আজ অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধন করেন ইমাম প্রশিক্ষণ একাডেমী সিলেট, ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক, লেখক গবেষক মাওলানা শাহ নজরুল ইসলাম। অতিথি বক্তব্য রাখেন মাওলানা আব্দাল হোসাইন খান, উপস্থিত ছিলেন জামেয়া ইসলামিয়া শ্রীমঙ্গল এর সম্মানিত পরিচালক ও ইকরা বাংলাদেশ শ্রীমঙ্গল এর প্রিন্সিপাল জনাব মাওলানা আলহাজ আব্দুশ শাকুর সাহেব।

উপস্থিত ছিলেন জামেয়া দ্বীনিয়া মৌলভীবাজার এর সম্মানিত পরিচালক সৈয়দ মাজদুদ আহমদ সাহেব, মাওলানা সালাহউদ্দিন সাহেব, উপস্থিত ছিলেন মুহুর্ত ২৪ নিউজের সম্পাদক ও আইটি বিশেষজ্ঞ জনাব চৌধুরী মাশকুর সালাম।

পূর্ণ রামাদ্বান ব্যাপী প্রতিদিন বিকাল ৩টা থেকে ইফতার পর্যন্ত অনুষ্ঠানটি প্রচারিত হবে মৌলভীবাজার এমসিএস টেলিভিশন চ্যানেলে।

Muhurto 24 News
📆 আজ: সোমবার
🕐 সময় -রাত ১২:৪৯ - (শীতকাল)
◘ ৮ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
◘ ২০ জমাদিউস সানি, ১৪৪৬ - হিজরী