⏲ রাত ৮:২৫ শুক্রবার
📆 ২১ চৈত্র, ১৪৩১, ৫ শাওয়াল, ১৪৪৬ , ৪ এপ্রিল, ২০২৫

সচল হয়েছে ফেসবুক


মুস্তাকিম আল মুনতাজ: বিশ্বজুড়ে আবারও সচল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। সাময়িক সার্ভার ত্রুটির কারণে  প্রায় ১ ঘণ্টা বন্ধ থাকার পর ফেসবুক, ম্যাসেঞ্জার ও ইনস্টাগ্রাম সচল হয়েছে।


মঙ্গলবার (৫ মার্চ) রাত সোয়া ৯টার দিকে দেশ ও দেশের বাহিরের বিভিন্ন জায়গা থেকে একযোগে ফেসবুক ব্যবহারকারীদের একাউন্ট লগ-আউট এবং সেশন আউট হয়ে যায় বলে অনেকে জানিয়েছেন। এরপর রাত ১০টা ২৩ মিনিটে আবারও সচল হয় ফেসবুক।

তবে কী কারণে এমন সমস্যা তৈরি হয়েছে তা জানা যায়নি। ফেসবুকের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। কোনধরণের কারণ ছাড়া ফেসবুক বন্ধ রাখায় ক্ষুব্ধ নেটিজেনরা।

এদিকে সচল হওয়ার পর থেকে ফেসবুক বন্ধ হওয়া নিয়ে একের পর এক পোস্ট দিয়ে যাচ্ছেন নেটিজেনরা। কেউ কেউ আবার হাসি ঠাট্টারও পোস্ট করছেন।

লেখক ও সম্পাদক হামমাদ রাগিব লিখেন, ‘ফেসবুকের কারেন্ট গিয়া ভালাউ ঝামেলাত ফালাই দিছিল।’

ছড়াকার হাম্মাদ তাহমীম লিখেন, ‘আছি রে ভাই, আছি’

কন্টেন্ট ক্রিয়েটর আরশাদ তাহসান লিখেন, আমি এতটাই সিঙ্গেল যে, ফেইসবুক বন্ধ হয়ে যাওয়ায় একটা কল/ Message ও পাইনি ।’

ফ্রিলান্সার লাবীব শাহেল লিখেন, ‘হেলো গাইজ! কী অবস্থা তোমাদের। ফেবুকের অবস্থা তো দেখি যানজট লাইগা যাওয়ার মত। একমাত্র আমিই বোধয় স্নায়ুচাপমুক্ত আছিলাম। গুডবাই।’

তানভীর হাসান নাঈম লিখেন, ‘মার্ক জাকারবার্গ আম্বানির ছেলের বিয়ে খেতে না গেলে আজ এমন হতো না। এইসব দায়িত্ব জ্ঞানহীন ছেলেপেলে দিয়ে কিচ্ছু হবে না জীবনে। ওর যদি সেই দায়িত্ব থাকতো তাহলে কি আর ব্যবসা রেখে বিয়ে খেতে যেতো।’

হালিমা আক্তার রুনা নামের এক নারী লিখেন, ‘তারপর বলেন হঠাৎ ফেসবুক লগআউট হওয়াতে কার অনুভূতি কি? কে কয়বার ফোন restart দিলেন।’

Muhurto 24 News
📆 আজ: শুক্রবার
🕐 সময় -রাত ৮:২৫ - (বসন্তকাল)
◘ ২১ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
◘ ৫ শাওয়াল, ১৪৪৬ - হিজরী