⏲ দুপুর ২:৪৩ সোমবার
📆 ৮ পৌষ, ১৪৩১, ২০ জমাদিউস সানি, ১৪৪৬ , ২৩ ডিসেম্বর, ২০২৪


মুস্তাকিম আল মুনতাজ : মৌলভীবাজার শ্রীমঙ্গলের রমজানের কেরাত প্রশিক্ষণের অন্যতম শিক্ষাবোর্ড আল খলীল কুরআন শিক্ষাবোর্ড বাংলাদেশের কার্য-নির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) বিকেল ৩টায় বোর্ডের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান শরীফপুরীর  সঞ্চালনায় ও সিনিয়র সহ-সভাপতি মাওলানা রশিদ আহমদ হামিদীর  সভাপতিত্বে কেন্দ্রীয় অফিস বরুণা মাদরাসায় কার্য-নির্বাহী কমিটির মিটিং সম্পন্ন হয়।

এ সময় আগত বুধবার (০৬ মার্চ) নবীন-প্রবীন কুররা ও ফুজালাদের নিয়ে বোর্ডের কেন্দ্রীয় প্রশিক্ষণ কর্মশালা ও প্রকাশনা বিতরণ অনুষ্ঠানকে সফল করা সহ বিভিন্ন এজেন্ডা নিয়ে দীর্ঘ আলোচনা-পর্যালোচনা হয়।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি মুফতি জহির উদ্দিন কাসেমী, মাওলানা সাইফুর রহমান, মাওলানা হিলাল আহমদ, মাওলানা শফিউল আলম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল বাছিত আরিফ, কেন্দ্রীয় পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আব্দুল গফুর কবীর, কেন্দ্রীয় সহ-পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা সাব্বির আহমদ, কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা নিয়ামত উল্লাহ, কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মাওলানা মিসবাহ উদ্দিন জুবায়ের, কেন্দ্রীয় সহ-মিডিয়া সম্পাদক মাওলানা মাহফুজুর রহমান হুজায়ফা, কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মোসলেহ উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আনহার উদ্দিন, সহ-প্রকাশনা সম্পাদক মাওলানা হাবিবুল মুরসালিন, কেন্দ্রীয় অফিস সম্পাদক মাওলানা আব্দুস সামাদ, কেন্দ্রীয় সদস্য মাওলানা আদিল আলম হামিদী, মাওলানা আহমদ জুবায়ের জুয়েল প্রমুখ।

প্রসঙ্গত, ২০১১ সালে আল খলীল কুরআন শিক্ষাবোর্ড বাংলাদেশ-এর যাত্রা শুরু হয়। বোর্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বরুণা মাদরাসার প্রিন্সিপাল, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা ক্বারী শেখ বদরুল আলম হামিদী।

Muhurto 24 News
📆 আজ: সোমবার
🕐 সময় -দুপুর ২:৪৩ - (শীতকাল)
◘ ৮ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
◘ ২০ জমাদিউস সানি, ১৪৪৬ - হিজরী