স্টাফ রিপোর্ট: আজ সকাল ১০ টা থেকে এই খবর লিখা পর্যন্ত জন্ম-মৃত্যু নিবন্ধন সার্ভারে বিপর্যয় দেখা দিয়েছে।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়ন কার্যালয়ের সচিব জনাব দীপক শর্মা জানান আজ সকাল থেকে সার্ভারে সমস্যা দেখা দিয়েছে।
তিনি বলেন তাঁরা জানেন না কারণ কি, পূর্বে এইরকম সমস্যা হলে নির্দিষ্ট কার্যালয় থেকে ম্যসেজের মাধ্যমে অবগত করা হয়। কিন্তু আজকের এই সমস্যার বিষয়ে কোন পূর্ব ঘোষণা পাননি।
বলা বাহুল্য দীর্ঘদিন যাবত জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যালয়ের সার্ভার বিপর্যয় দেখা যাচ্ছে প্রতিনিয়ত। এর সুরাহা করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কোন পদক্ষেপ দৃষ্টিগোচর হচ্ছে না।
মুহুর্ত ২৪ | প্রজন্মের বার্তাবাহক
www.muhurto24.com
বিশ্বময় সবসময় সর্বশেষ খবর জানতে চোখ রাখুন।
সাহিত্য, উদ্ভাবন, প্রযুক্তি, সংবাদ সহ যেকোন বিষয়ে লেখা পাঠাতে পারেন এই ই-মেইলে [email protected]
Muhurto24 মুহুর্ত ২৪ (অনলাইন নিউজ সার্ভিস) © ২০২১ - ২০২৪