আন্তর্জাতিক ডেস্কঃ শত জল্পনা কল্পনার পর অবশেষে শপথ নিয়েছেন খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলি আমিন গন্ডাপুর, গভর্নর হাউসে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গভর্নর খাইবার পাখতুনখোয়া গুলাম আলী মুখ্যমন্ত্রীর কাছ থেকে শপথ নেন।
সিনেটর আজম স্বাতী এবং বাবর আওয়ান ছাড়াও বিধায়ক, সিনিয়র অফিসার এবং পিটিআই কর্মীরা শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন।
তিনি ন্যাশনাল এসেম্বলি পাকিস্তানের সদস্য ছিলেন ২০১৮ - ২০২৩ পর্যন্ত।
আলী আমিন গন্ডাপুর খাইবার পাখতুনখোয়ার ২৩তম নির্বাচিত মুখ্যমন্ত্রী।
ইমরান খান জেল থেকে আলী আমিন গন্ডাপুরকে খায়বার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা দিয়েছিলেন।
মুহুর্ত ২৪ | প্রজন্মের বার্তাবাহক
www.muhurto24.com
বিশ্বময় সবসময় সর্বশেষ খবর জানতে চোখ রাখুন।
সাহিত্য, উদ্ভাবন, প্রযুক্তি, সংবাদ সহ যেকোন বিষয়ে লেখা পাঠাতে পারেন এই ই-মেইলে [email protected]
Muhurto24 মুহুর্ত ২৪ (অনলাইন নিউজ সার্ভিস) © ২০২১ - ২০২৪