শ্রীমঙ্গল প্রতিনিধি: ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবের কার্যকরি কমিটির বিশেষ সভা সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় শ্রীমঙ্গল
প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী। সভায় সাধারণ সম্পাদকের দায়িত্ব হস্তান্তরসহ বিবিধ অ্যাজেন্ডা ছিল। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন সোহেল ভিজিট ভিসায় দেশের বাইরে যাওয়ায় এবং দেশে ফেরার আগ পর্যন্ত ক্লাবের গঠনতন্ত্র অনুয়ায়ী প্রেসক্লাবের সিনিয়র যুগ্ন সম্পাদক ইয়াছিন আরাফাত রবিন-কে শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়।
সভায় কার্যকরি কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত রবিন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোঃ এহসানুল হক (এহসান বিন মুজাহির, সহ-সম্পাদক (দপ্তর) এম মুসলিম চৌধুরী, সহ সম্পাদক (সাহিত্য ও প্রকাশনা) বিশ্বজিত ভট্টাচার্য বাপন, সহ সম্পাদক (ক্রীড়া ও সাংস্কৃতিক) মামুন আহম্মেদসহ, কার্যকরী কমিটির সদস্য মোঃ শাকির আহম্মেদ, সনেট দেব চৌধুরী এবং নূর মোহাম্মদ সাগর।
মুহুর্ত ২৪ | প্রজন্মের বার্তাবাহক
www.muhurto24.com
বিশ্বময় সবসময় সর্বশেষ খবর জানতে চোখ রাখুন।
সাহিত্য, উদ্ভাবন, প্রযুক্তি, সংবাদ সহ যেকোন বিষয়ে লেখা পাঠাতে পারেন এই ই-মেইলে [email protected]
Muhurto24 মুহুর্ত ২৪ (অনলাইন নিউজ সার্ভিস) © ২০২১ - ২০২৪