আন্তর্জাতিক ডেস্কঃ AAE-1, Seacom, ইউরোপ – ইন্ডিয়া গেটওয়ে (EIG) এবং TGN সিস্টেম বিচ্ছিন্ন করে দিয়েছে হুথি যোদ্ধারা। ইউরোপ এবং এশিয়ায় সংযুক্ত ক্যাবল নেটওয়ার্কে ভয়ংকর আঘাত এটি।
ইউরোপ ও এশিয়ার সাথে ইন্টারনেট সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে, এসব দেশগুলোতে ব্যাংকিং, কার্গো সহ গুরুত্বপূর্ণ সকল সেবা স্থবির হয়ে গেছে, সবচেয়ে বেশী ক্ষতির সম্মুখীন হয়েছে ইহুদিবাদী সন্ত্রাসী ইসরাইল।
AAE-1 ক্যাবল পূর্ব এশিয়াকে মিশর হয়ে ইউরোপের সাথে সংযুক্ত করেছে, পাকিস্তান ও কাতার হয়ে চীনকে পশ্চিমের সাথে সংযুক্ত করেছে। EIG কেবলের মাধ্যমে দক্ষিণ ইউরোপকে মিশর, সৌদি আরব, জিবুতি, সংযুক্ত আরব আমিরাত এবং ভারতের সাথে সংযুক্ত করেছে। Seacom কেবল ইউরোপ, আফ্রিকা এবং ভারত এবং দক্ষিণ আফ্রিকার সাথেও সংযুক্ত করেছে।
ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সোমবার জানিয়েছে যে দক্ষিণ লোহিত সাগর এলাকায় মনুষ্যবিহীন আকাশযান (ইউএভি) থেকে দুটি হামলা করা হয়েছে।
ইসরাইলী সন্ত্রাসী কর্তৃক গাজায় গণহত্যা চালানোর প্রতিবাদ হিসেবে লোহিত সাগরে ইসরাইলী পন্য সরবারহ করা জাহাজগুলোকে লক্ষ্যবস্তু বানিয়ে হামলা চালিয়ে আসছে হুথি যুদ্ধারা।
আমেরিকা ও ইংল্যান্ড ইসরাইলী সন্ত্রাসীদের পক্ষ্ নিয়ে হুথি যোদ্ধাদের বিরুদ্ধে ইয়ামেনে হামলা চালালে হুথিরা আমেরিকা ও ইংল্যান্ডের জাহাজগুলিকে লক্ষ্যবস্তুর আওতায় এনে পাল্টা হামলা শুরু করে এই পর্যন্ত তাদের অনেক জাহাজ ধ্বংস করে দিয়েছে।
এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার লোহিত সাগরের নিচ দিয়ে যাওয়া সাবমেরিন ক্যাবলে হামলা চালায় হুথি যুদ্ধারা।
হামলার পর হুথি মুখপাত্র ইয়াহইয়া সারী’ বলেছেন এটি বড় হামলার পূর্ববর্তি সংক্ষেত মাত্র।
গাজায় গণহত্যা এবং পশ্চিমারা ইসরাইলকে সহযোগিতা করা বন্ধ না করলে এর চেয়ে আরও ভয়ংকর হামলা চালানো হবে যা আমেরিকা ও তার দূসররা এখন পর্যন্ত কল্পনাই করতে পারেনি।