⏲ সকাল ১০:৫২ সোমবার
📆 ৮ পৌষ, ১৪৩১, ২০ জমাদিউস সানি, ১৪৪৬ , ২৩ ডিসেম্বর, ২০২৪

মুস্তাকিম আল মুনতাজ : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জবাজারে সড়ক দুর্ঘটনায় সোহান আহমদ (২১) নামের সদ্যবিবাহিত এক যুবক মারা গেছেন।

ছবি: নিহত সোহান আহমদ

রবিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টায় শ্রীমঙ্গল মৌলভীবাজার মহাসড়কে মোটরসাইকেল ও নোহা গাড়ির মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।

পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী হাসপাতালে (২৫ ফেব্রুয়ারি) রাত ৮টায় তার মৃত্যু হয়। মৃত যুবক ভৈরবগঞ্জ বাজার মাজদিহি (হাসপাতাল সড়ক) নিবাসি মৃত ফারুক মিয়ার ছেলে। মৃত সোহানের জানাযা আজ (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় বরুণা রাস্তা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ভৈরবগঞ্জ বাজার শ্রীমঙ্গল-মৌলভীবাজার মহাসড়কে সোহানের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নোহা গাড়ির সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন। অতঃপর স্থানীয় লোকজন তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। 

সোহানের মৃত্যুতে এলাকা জুড়ে শোকের মাতম বিরাজ করছে। আকস্মিক মৃত্যুতে দিশেহারা সোহানের পরিবার। শোকাহত পরিবারকে সান্ত্বনা দিতে বাসায় ভীড় করছেন আত্মীয়স্বজন ও এলাকাবাসী।

দারুন্নাজাত কওমী মাদ্রাসার পরিচালক মাওলানা সাকালাইন শফি সোস্যাল মিডিয়া ফেসবুকে লিখেন, মৃত্যু কতইনা নিকটে! গত ৩১ জানুয়ারিতে তাহার গাড়িতে করে সিলেট গিয়েছিলাম তাহার কথা বার্তা সব কিছুই চোখের সামনে ভাসছে, আজ সে আর নেই।

ফ্রেন্ডস ক্লাব মৌলভীবাজারের সভাপতি হাবিবুর রহমান লোবন জানান, সোহান আমার নিকটাত্মীয় হয়। তার মৃত্যু মেনে নিতে পারছি না। এতো অল্প বয়সে না ফেরার দেশে চলে যাবে, কখনো ভাবিনি। সোহান, ছেলে হিসেবে খুব ভাল ছিল। আল্লাহ তাকে ক্ষমা করুন।

উল্লেখ্য যে, মৃত সোহান আহমদ মাত্র ১৫ দিন আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।

Muhurto 24 News
📆 আজ: সোমবার
🕐 সময় -সকাল ১০:৫২ - (শীতকাল)
◘ ৮ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
◘ ২০ জমাদিউস সানি, ১৪৪৬ - হিজরী