ফিলিস্তিনে গণহত্যা চলছে, ক্ষমতাবানরা কীভাবে দায়মুক্তির সাথে তা ঘটতে দিচ্ছে তা অত্যন্ত নিন্দনীয়।
ইসরায়েলকে সমস্ত আন্তর্জাতিক আইন ভঙ্গ করার অনুমতি দেওয়া হচ্ছে কারণ তারা ফিলিস্তিনি জনগণের গণহত্যায় যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে।
মুসলিম বিশ্বের উচিত শুধু এর বিরুদ্ধে তাদের আওয়াজ তুললে হবে না বরং গাজা গণহত্যার অবসান নিশ্চিত করতে পদক্ষেপ নিতে হবে।
ন্যায় ও মানবতার পাশে না দাঁড়ালে আমাদের জনগণ আমাদের ক্ষমা করবে না।
মুহুর্ত ২৪ | প্রজন্মের বার্তাবাহক
www.muhurto24.com
বিশ্বময় সবসময় সর্বশেষ খবর জানতে চোখ রাখুন।
সাহিত্য, উদ্ভাবন, প্রযুক্তি, সংবাদ সহ যেকোন বিষয়ে লেখা পাঠাতে পারেন এই ই-মেইলে [email protected]
Muhurto24 মুহুর্ত ২৪ (অনলাইন নিউজ সার্ভিস) © ২০২১ - ২০২৪