⏲ রাত ৯:০৭ শুক্রবার
📆 ২১ চৈত্র, ১৪৩১, ৫ শাওয়াল, ১৪৪৬ , ৪ এপ্রিল, ২০২৫

ছুটির ঘোষণা করেছে কাতার

কাতার আমীরি দেওয়ান ২০২৩ সালের ঈদুল আজহার ছুটি ঘোষণা করেছে।

দীর্ঘ ১০দশ দিনের ছুটি হবে, মন্ত্রণালয়, সকল সরকারী অফিস, গণ-প্রতিষ্ঠান বুধবার তথা ২৮ রমজান ১৪৪৪ হিজরী ১৯ এপ্রিল ২০২৩ থেকে ৩০ এপ্রিল রবিবার পর্যন্ত ছুটি থাকবে।

কাতার সেন্ট্রাল ব্যাংক (QCB) আর্থিক প্রতিষ্ঠান, কাতার ফিনান্সিয়াল মার্কেট অথরিটি (QFMA) এর তত্ত্বাবধানে কাতার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সিদ্ধান্তে ছুটি শুরু এবং শেষ হবে।

Muhurto 24 News
📆 আজ: শুক্রবার
🕐 সময় -রাত ৯:০৭ - (বসন্তকাল)
◘ ২১ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
◘ ৫ শাওয়াল, ১৪৪৬ - হিজরী