খুশিতে আত্মহারা হয়ে সন্তানদের জড়িয়ে ধরে আবেগাপ্লুত হয়ে পড়েন কাতারের আমীর শেখ তামীম বিন হামাদ আল-ছানী।
ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২ আয়োজক দেশ কাতার। এইবারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কাতার বনাম ইকোইডরের খেলা হয়।
খেলা শুরু হবার কয়েক মিনিটের মধ্যে কাতারকে গোল দিয়ে দেয় ইকুয়েডর। পরবর্তী ম্যাচগুলোতে কাতার সুবিধা করতে পারেনি। প্রথম রাউন্ডে বাদ পড়ে যায় কাতার।
প্রথম রাউন্ডে শক্তিশালী দলগুলোর সাথে ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে চলে যায় আফ্রিকার আরব দেশ মরক্কো।
মরক্কো সাফল্য দেখে আরবের সকল দেশ খুশিতে আত্মহারা হয়ে যায়। সেই খুশিতে শামীল হয়েছেন কাতারের আমীর।
আজ মরক্কো বনাম নেদারল্যান্ড খেলায় ১-০ গোলে মরক্কো হারিয়েছে নেদারল্যান্ডকে, রেফারির শেষ বাঁশিতে কাতারের আমীর শেখ তামীম বিন হামাদ আল-ছানী খুশীতে আত্মহারা হয়ে নিজ সন্তানদের জড়িয়ে ধরে আবেগাপ্লুত হয়ে চুমু খেতে থাকেন গ্যালারীতে।
তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যে, লিখা হয়েছে আরবীদের খুশীতে আমরা খুশী। আমরা আরবী।
মুহুর্ত ২৪ | প্রজন্মের বার্তাবাহক
www.muhurto24.com
বিশ্বময় সবসময় সর্বশেষ খবর জানতে চোখ রাখুন।
সাহিত্য, উদ্ভাবন, প্রযুক্তি, সংবাদ সহ যেকোন বিষয়ে লেখা পাঠাতে পারেন এই ই-মেইলে [email protected]
Muhurto24 মুহুর্ত ২৪ (অনলাইন নিউজ সার্ভিস) © ২০২১ - ২০২৪