তেল-আবীবে অবস্থিত বৃটিশ দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের চেষ্টা করছে খুদ বৃটেন। কুয়েত এ বিষয়ে বাঁধা দিয়ে বলেছে যদি বৃটিশ এমনটা করে তবে তার খেসারত দিতে হবে বৃটেনকে।
উসামা আল শাহীন বলেন কুয়েতের সাথে বৃটেনের যে উন্মুক্ত বাণিজ্য চুক্তি আছে তা থেকে কুয়েত বেরিয়ে যাবে।
মধ্যপ্রাচ্যে সকল বাণিজ্য চুক্তি থেকে সরে যেতে পারে কুয়েত, এছাড়া তেল-আবীব থেকে জেরুজালেমে বৃটিশ দূতাবাস স্থানান্তর করলে তার সাথে যারা জড়িত থাকবে তাদের বিষয়ে ভাববে কুয়েত।
মুহুর্ত ২৪ | প্রজন্মের বার্তাবাহক
www.muhurto24.com
বিশ্বময় সবসময় সর্বশেষ খবর জানতে চোখ রাখুন।
সাহিত্য, উদ্ভাবন, প্রযুক্তি, সংবাদ সহ যেকোন বিষয়ে লেখা পাঠাতে পারেন এই ই-মেইলে [email protected]
Muhurto24 মুহুর্ত ২৪ (অনলাইন নিউজ সার্ভিস) © ২০২১ - ২০২৪